• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

মাইলস্টোনের ছাত্রী আলবিরাকে বাঁচালো সায়েম


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক জুলাই ২৪, ২০২৫, ০২:৪২ পিএম মাইলস্টোনের ছাত্রী আলবিরাকে বাঁচালো সায়েম

রোবাইদা নূর আলবিরা মাইলস্টোনের চতুর্থ শ্রেণীর ছাত্রী। পোড়া শরীর নিয়ে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসে শিশুটি। আলবিরা এমন অবস্থা থেকে ওকে বাঁচাতে এগিয়ে যায় একাদশ শ্রেণির ছাত্র সায়েম খান। 
বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সায়েম খান বলেন, হঠাৎ বিকট শব্দ। দেখি আগুন জ্বলছে। এতো আগুন যে কাছে যাওয়ার মতো অবস্থা ছিল না। এর মধ্যে একটা বাচ্চাকে এগিয়ে আসতে দেখি। আমাকে দেখে ও বলছিল ভাইয়া আমাকে ধরো। কাছে এগিয়ে যেতেই আমার কাঁধের ওপর পড়ে যায়। ওর আইডি কার্ড আমি আমার কাছে রাখি। রিকশায় উঠে যখন হাসপাতালে রওনা দিই, তখন আরেক আন্টি বলছিলেন বাবা আমার মেয়েকে হাসপাতালে নেও। দু’জন রিকশায় নিয়ে উত্তরায় একাধিক হাসপাতাল ঘুরতে থাকি। কোথাও তেমন চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি। এরপর অ্যাম্বুলেন্সে আলবিরাকে নিয়ে ঢাকা মেডিকেলে আসি।
ঢাকা মেডিকেলে আলবিরার মা রওশন ইয়াসমিনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, সায়েম না বাঁচালে আমার মেয়ের কী হতো জানি না। ওকে আগে থেকে চিনি না। স্কুলের বড় ভাই হিসেবে সায়েম যে উদাহরণ তৈরি করেছে তা আমাদের পরিবারের জন্য আনন্দের।