অনিয়ম, ঘুষ, দুর্নীতি, দলিল টেম্পারিং ও জালিয়াতির অভিযোগে পিরোজপুর জেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর থেকে টানা তিন ঘণ্টা পিরোজপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাকির হোসেনের নেতৃত্বে এনফোর্সমেন্ট ইউনিট এ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় জেলা রেজিস্ট্রার শেখ মোহাম্মদ মছিউল ইসলাম অফিসে উপস্থিত ছিলেন না। তবে এক নকলনবিশ কর্মচারী মর্জিনা খানমের কাছ থেকে ৫০ হাজার টাকা এবং কর্মচারী শিল্পী রাণী বিশ্বাসের ব্যাগ থেকে সন্দেহজনক ১৭ হাজার টাকা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা কেউই টাকার সঠিক উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা দিতে পারেননি। যদিও শিল্পী রাণী বিশ্বাস দাবি, টাকা তার স্বামী ব্যাংক থেকে উত্তোলন করে তার কাছে দিয়েছেন এবং প্রমাণস্বরূপ কাগজপত্র পরবর্তীতে দাখিল করবেন।
অভিযান সূত্রে জানা যায়, প্রায় ৫০ জন তল্লাশিকারী সরকারি অফিসের চেয়ার-টেবিল ব্যবহার করে কর্মকর্তার মতো বসে সাধারণ সেবাগ্রহীতাদের সেবা দিচ্ছেন। যা সরকারি আইন ও বিধি-বিধানের সম্পূর্ণ পরিপন্থী। এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা সন্তোষজনক জবাব দিতে পারেননি।
পিরোজপুর দুদকের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, আমরা সব রেকর্ডপত্র সংগ্রহ করেছি। যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে বা যারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন : :