• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশুর


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৯:০৮ পিএম বাঞ্ছারামপুরে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশুর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পানিতে ডুবে রাজ ঘোষ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশু রাজ ঘোষ পাশ্ববর্তী সরাইল উপজেলার কালিগুচ্ছ গ্রামের অর্জুন ঘোষ ও মৌসুমি রানী ঘোষ দম্পতির ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে পূজা উপলক্ষে শিশু রাজ নানার বাড়ি বাঞ্ছারামপুরের পূর্বহাটিতে বেড়াতে আসে।
মঙ্গলবার সকালে রাজসহ চারজন শিশু বাড়ির পাশের নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যেতে শুরু করে। বিষয়টি টের পেয়ে দুজন মহিলা আনসার সদস্য তাদের তিনজনকে উদ্ধার করলেও রাজ ঘোষ তলিয়ে যায়। 
পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে রুপসদী মাহবুবুর রহমান হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল। 
তিনি বলেন, খবর পেয়ে মৃত শিশুর মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Side banner