ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় একটি সড়ক সংস্কারের জন্য ঠিকাদারের ব্যবহৃত বালু ভর্তি ট্রাক লুট করে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে দাগনভূঞা থানা পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী ঠিকাদার মোহাম্মদ আবদুল কাদের বাদী হয়ে একটি মামলা করেছে।
মামলায় আসামিরা হলেন- দাগনভূঞা পৌর ৭নং ওয়ার্ডের কৃষ্ণরামপুর এলাকার আনিছুল হক মাসুদের ছেলে মো. আব্দুল করিম (২৫), সোনাগাজীর চর মজলিশপুর গ্রামের আব্দুল খালেদের ছেলে মো. মাসুদ ইকবাল শামীম (২৯) ও দাগনভূঞা মাতুভূঞা গ্রামের মো. কামরুল ইসলামের ছেলে অনিক (২৩)। তাদের মধ্যে আব্দুল করিমকে লুট হওয়া বালু ভর্ভি ট্রাকসহ গ্রেপ্তার করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, দরপত্রের মাধ্যমে কাজ পেয়ে দাগনভূঞা পৌর এলাকার গ্রামীন টাওয়ার ও বাঁশতলা এলাকায় সড়ক নির্মাণকাজ করছে ঠিকাদার মোহাম্মদ আবদুল কাদের। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নির্মাণকাজে ব্যবহারের জন্য একটি ডাম্প ট্রাক বালু নিয়ে আতাতুর্ক স্কুল মার্কেট সংলগ্ন এলাকায় পৌঁছালে আসামি মাসুদ ইকবাল শামীম ট্রাকটি থামান। পরে তিনি ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করেন এবং জোরপূর্বক ট্রাকে উঠে গ্রামীণ টাওয়ার এলাকায় নিয়ে যান। সেখানে পৌঁছে অন্য আসামি করিম, অনিকসহ আরও অজ্ঞাত একজন ট্রাকটিকে থামিয়ে বালু ফেলার কাজে বাধা প্রদান করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে তারা ট্রাকটি জোরপূর্বক দাগনভূঞা পৌরসভার ৩নং ওয়ার্ডের বেতুয়া বাজার এলাকার দিকে নিয়ে অজ্ঞাত স্থানে পার্কিং করতে বাধ্য করেন। বিষয়টি জানতে পেরে ঠিকাদারের সহকারী সোহাগ ঠিকাদার আবদুল কাদেরকে খবর দিলে তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বেতুয়া নামার বাজার সড়কের আবু হানিফের বাড়ির সামনে থেকে ট্রাকটি জব্দ করে। এ সময় ঘটনায় জড়িত আসামি করিমকে আটক করা হয়েছে।
এ ঘটনায় ঠিকাদার মোহাম্মদ আবদুল কাদের বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ ও আরও ১ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন।
দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে করিম নামে একজনকে বালু ভর্তি ট্রাকসহ আটক করে। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন : :