ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। যুব উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শনিবার (১৩ সেপ্টেম্বর) হারলেভের প্লেগ্রাউন্ডে দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করে কোপেনহেগেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
টুর্নামেন্টে ডেনমার্কে বসবাসকারী তরুণ যুবকদের ‘এ’ ও ‘বি’ বিভাগে ভাগ করে তাদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম, জাতীয়তাবাদী দলের (বিএনপি) ডেনমার্ক শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মনির আহমেদ, কাউন্সেলর ও দূতালয় প্রধান তন্ময় মজুমদার ছাড়াও বাংলাদেশ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হন মনির খন্দকার হোসেন ও মোহাম্মদ জুবায়ের আজাদ। আর রানারআপ হন আতিকুজ্জামান সেতু ও মামুন আহমেদ। তৃতীয় অবস্থান অর্জন করেন মোহাম্মদ নিয়ামুল আলম সিয়াম ও সন্দীপ সরকার। অন্যদিকে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন মোহাম্মদ ওবায়েদ উল্লাহ ও এস এম ওয়ালেদ জাহান। রানারআপ হন রিয়াদ রহমান ও আনোয়ার শাহাদাৎ চৌধুরী এবং তৃতীয় স্থান অর্জন করেন ইমরান দেলোয়ার ও ইফতি।
বাংলাদেশ দূতাবাস আয়োজিত এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য খেলোয়াড়দের ধন্যবাদ জানান এবং যুব উৎসব ২০২৫ সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। পরে চ্যাম্পিয়নসহ দুই গ্রুপের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও মেডেল বিতরণ করেন।
আপনার মতামত লিখুন : :