গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিসহ ৮৫ জনের নামে গাইবান্ধা সদর থানায় মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগের মোট ৮৫ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. বায়োজিদ বোস্তামি জীম হত্যাচেষ্টার এ মামলা করেন।
উল্লেখযোগ্য আসামিরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, গোবিন্দগঞ্জ আসনের সাবেক এমপি আবুল কামাল আজাদ, গাইবান্ধা সদর আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবির, সুন্দরগঞ্জের সাবেক এমপি নাহিদ নিগার, পলাশবাড়ী- সাদুল্লাপুর আসনের সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতি, ফুলছড়ি-সাঘাটা আসনের সাবেক এমপি মাহমুদ হাসান রিপন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান রিংকু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মাসুম জাহাঙ্গীর কবির মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার, সাংগঠনিক সম্পাদক সাঈদ ইকবাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু।
মামলার বাদী মো. বায়োজিদ বোস্তামি জীম আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।
আপনার মতামত লিখুন : :