পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর বন্দর নগরী পর্তোতে গত ২৭ শে সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি অব পর্তোর নতুন মেয়াদে কমিটি ঘোষণা করা হয়েছে।
দেশি ঐতিহ্যের বিভিন্ন আয়োজনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্দিষ্ট করে তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির সভাপতি হিসেবে শাহ আলম কাজল, সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও সাংগঠনিক সম্পাদক মাসুমুর রহমানের নাম ঘোষণা করা হয়। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
সংগঠনটি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণকারী শাহ আলম কাজল পর্তুগালে জাতীয় রাজনীতির দল সোশালিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত। তাছাড়া তিনি শহরের স্থানীয় মিউনিসিপ্যালিটির কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে দেশটির মিউনিসিপ্যালিটি নির্বাচনে নতুন মেয়াদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে সংগঠনের নতুন নেতৃত্ব হিসেবে দায়িত্ব পাওয়া সাধারণ সম্পাদক আবদুল আলিম এবং মাসুমুর রহমান প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক, যারা দীর্ঘদিন যাবত কমিটির কল্যাণে কাজ করে আসছেন।
শাহ আলম কাজল জানান, নতুন কমিটিতে একঝাঁক তরুণ প্রজন্মকে নিয়ে নতুন উদ্যমে কাজ করার অঙ্গীকার বদ্ধ হয়েছি, যাতে আমরা প্রবাসীদের আরও বেশি সহযোগিতায় এগিয়ে আসতে পারি। এ বিষয়ে আমরা পর্তুগাল প্রবাসী সকলের সহযোগিতা কামনা করছি।
বাংলাদেশ কমিউনিটি অব পর্তো পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে পর্তুগিজ সমাজের একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছে। সংগঠনটি এ অঞ্চলে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সহযোগিতা করে আসছে। তাছাড়া তারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য পর্তুগিজ জাতীয় পর্যায়ে উপস্থাপন করছেন।
আপনার মতামত লিখুন : :