• ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

মালয়েশিয়ায় মোশাররফ করিমকে সংবর্ধনা 


বাঞ্ছারামপুর বার্তা | প্রবাস ডেস্ক সেপ্টেম্বর ২, ২০২৫, ০৯:২৯ এএম মালয়েশিয়ায় মোশাররফ করিমকে সংবর্ধনা 

নাট্য অভিনয়শিল্পী মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই মালেশিয়ায় আগমন করায় সংবর্ধনা দিয়েছে  প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের নিয়ে গঠিত ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)’। অনুষ্ঠানে প্রবাসী নারী উদ্যোক্তারা কুয়ালালামপুরের বিভিন্ন স্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
রাজধানী কুয়ালালামপুরের ওয়াংসামাস রেসিডেন্সি কন্ডোমিনিয়ামের ইভেন্ট রুমে অর্ধশতাধিক প্রবাসী নারী উদ্যোক্তা দুই গুণী নাট্য অভিনয়শিল্পীকে কাছে পেয়ে আনন্দিত হন। প্রবাসের ব্যস্ততা ও একাকিত্বের মধ্যে এমন আয়োজন হয়ে ছিল বন্ধুত্ব, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য প্রতিচ্ছবি ফুটে ওঠে। প্রাণখোলা আড্ডা, আন্তরিক কুশল বিনিময় এবং নতুন-পুরোনো প্রবাসীদের মধ্যে বন্ধনের এক উষ্ণ পরিবেশ তৈরি হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে মোশারফ করিম ও রোবেনা রেজা জুঁই, মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহাবুব আলম শাহ সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এতে উপস্থিত ছিলেন সুলতানা মাহবুব, রাকিবা রিয়াজ টিনা, আয়শা আহমেদ সাবরিনা, সাইমা আরশাদ তানি হাসান ডালিয়া জামানসহ আরও অনেকে।

Side banner