• ঢাকা
  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

মহারাষ্ট্রে গ্রেপ্তার ২৩ বাংলাদেশিকে বিমানে নেওয়া হলো পশ্চিমবঙ্গে


বাঞ্ছারামপুর বার্তা | আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২৬, ২০২৫, ০৮:২৭ এএম মহারাষ্ট্রে গ্রেপ্তার ২৩ বাংলাদেশিকে বিমানে নেওয়া হলো পশ্চিমবঙ্গে

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে শহরে অবৈধভাবে বসবাসরত ২৩ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ওই বাংলাদেশিদের সেখান থেকে বিমানে করে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ রাজ্যে নেওয়া হয়েছে। সোমবার ভারতের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পুনে নগরীর পুলিশ ২৩ বাংলাদেশিকে গ্রেপ্তারের পর পশ্চিমবঙ্গে নিয়ে গেছে। বিমানে করে ওই বাংলাদেশিদের পুনে থেকে পশ্চিমবঙ্গে উড়িয়ে নেওয়া হয়। তাদের মধ্যে ২০ জন নারী ও ৩ জন পুরুষ।
পুনে পুলিশের বিদেশি নিবন্ধন দপ্তর (এফআরও) বলেছে, ভারতীয় বিমানবাহিনীর একটি বিমানে করে দুপুর ১টা ২১ মিনিটে ওই বাংলাদেশিদের পুনে থেকে পশ্চিমবঙ্গের বাগডোগরায় নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের ভারত-বাংলাদেশ সীমান্তে হস্তান্তর করার কথা রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে পুনে শহরে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করে আসছিলেন। সোমবার পুনে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় আরও অনেক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করছেন বলে জানিয়েছে পুলিশ। মহারাষ্ট্র পুলিশ বলছে, রাজ্যে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের শনাক্তে অভিযান জোরদার করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও কিছু সংখ্যক বাংলাদেশিকে ফেরত পাঠানো হতে পারে।
বাংলাদেশ থেকে প্রতি বছর সীমান্ত পেরিয়ে অনেক মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় প্রায় তাদের ফেরত পাঠানো হয়। এর আগেও মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি ও কলকাতা থেকে বাংলাদেশিদের গ্রেপ্তার ও ফেরত পাঠানো হয়।

Side banner