• ঢাকা
  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাদাম ভিজিয়ে খান, মিলবে নানা উপকারিতা


বাঞ্ছারামপুর বার্তা | স্বাস্থ্য ডেস্ক আগস্ট ২৯, ২০২৫, ০১:২২ পিএম বাদাম ভিজিয়ে খান, মিলবে নানা উপকারিতা

যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট ‘লাইভ হেলথ কাব’ নির্বাচন করেছে পৃথিবীর সেরা কিছু স্বাস্থ্যকর খাবার। যার মধ্যে অন্যতম হচ্ছে বাদাম। প্রতিদিন আধা কাপ বাদাম খেলে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক থাকে, ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমে।
বাদামে রয়েছে কয়েক ধরনের ভিটামিন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, জিংক, ক্যালশিয়াম, ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও পর্যাপ্ত পরিমাণ প্রোটিন। তবে সব উপকারিতা পেতে সরাসরি বাদাম না খেয়ে ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
বাদাম ভিজিয়ে রাখলে খোসা সহজেই তোলা যায় আর খেতেও ভালো লাগে। ক্যানসার প্রতিরোধে কাজ করে ভিটামিন বি-১৭ এর মতো গুরুত্বর্পূর্ণ উপাদান পাওয়া যায় ভেজানো বাদামে। বাদাম ভিজিয়ে রেখে খেলে শরীরে ফলিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এই উপাদানটি শিশুদের জন্মগত ত্রুটি ও সমস্যায় প্রতিষেধক হিসেবে কাজ করে।   
এছাড়া বাদামের খোসায় ট্যানিন নামে এক ধরনের উপাদান থাকে যা হজমে সমস্যা তৈরি করে। তাই ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে বাদাম খাওয়ার অভ্যাস করুন।  

Side banner