• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

তুরস্কে ভয়াবহ দাবানল, ১০ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু


বাঞ্ছারামপুর বার্তা | আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৪, ২০২৫, ১১:৪৯ এএম তুরস্কে ভয়াবহ দাবানল, ১০ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

তুরস্কের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের ১০ কর্মী। আহত হয়েছেন আরও ১৪ জন। বুধবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার সাকারিয়া প্রদেশে দাবানলের সূচনা হয়, যা দ্রুতই মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের ২৪ সদস্যের একটি দল। সেয়িতগাজী জেলায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে হঠাৎ বাতাসের দিক পরিবর্তনের ফলে তারা আগুনের মধ্যে আটকে পড়েন।
এই ঘটনায় ১০ জন নিহত ও ১৪ জন আহত হন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখনো মধ্য ও পশ্চিম তুরস্কের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে দাবানল অব্যাহত রয়েছে।
চলতি বছরে তুরস্ক জুড়ে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে। দাবানল ছড়িয়ে পড়ার জন্য উচ্চ তাপমাত্রা, খরা এবং শক্তিশালী বাতাসকে দায়ী করা হচ্ছে।
ইব্রাহিম ইউমাকলি জানান, বর্তমানে এসকিসেহিরসহ তুরস্কজুড়ে সাতটি দাবানল নিয়ন্ত্রণে কাজ চলছে। বৃহস্পতিবার দেশটিতে তাপপ্রবাহ এবং হঠাৎ দিক পরিবর্তনকারী বাতাসের আশঙ্কা রয়েছে বলেও তিনি সতর্ক করেছেন।