• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়েছে: অপু বিশ্বাস


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন ডেস্ক নভেম্বর ৪, ২০২৫, ০৯:২৯ এএম লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়েছে: অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল এবং জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নিজের অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। রূপালি পর্দার বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সরব থাকেন।
নিয়মিত বিরতিতে তিনি ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন নানা নতুন লুকে। এবার অবকাশ যাপনে লন্ডনে গিয়ে একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। ছবিতে তাকে দেখা গেছে বিখ্যাত লন্ডন টাওয়ার ব্রিজের পাশে ক্যামেরাবন্দী হতে।
শেয়ার করা ছবিতে অপু বিশ্বাসকে দেখা যায় বেশ ফুরফুরে মেজাজে। পরনে ছিল সাদা কোর্ট, চোখে মানানসই রোদ চশমা এবং খোলা চুল। তার মিষ্টি হাসি মন কেড়েছে নেটিজেনদের।
ছবিগুলো নিজের শেয়ার করে অপু বিশ্বাস একটি চমকপ্রদ ক্যাপশনও জুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়ছে।’
এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা অপু বিশ্বাসের রূপের প্রশংসা করেছেন। একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘মাশা-আল্লাহ অনেক সুন্দর লাগছে তোমাকে আপু।’ আরেকজন লিখেছেন, ‘সত্যিই অসাধারণ লাগছে কুইন বিশ্বাসকে।’

Side banner