• ঢাকা
  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

হলুদ শাড়িতে লাস্যময়ী কুসুম শিকদার


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন ডেস্ক আগস্ট ২৬, ২০২৫, ০৮:৩৩ এএম হলুদ শাড়িতে লাস্যময়ী কুসুম শিকদার

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও গুণী অভিনেত্রীদের একজন কুসুম শিকদার; যিনি পর্দায় সাবলীল অভিনয়ের পাশাপাশি নিজের রূপ-লাবণ্যেও দর্শকের নজর কেড়েছেন। সামাজিক মাধ্যমে প্রায়ই নানা রূপে ভক্তদের মাঝে ধরা দেন কুসুম শিকদার। বিশেষ করে তার আবেদনময়ী লুক ঝড় তুলে দেয় ভক্তদের মাঝে। এছাড়াও শাড়িতেও মাঝে মাঝে মুগ্ধতা ছড়ান এই অভিনেত্রী। 
সম্প্রতি সামাজিক মাধ্যমে কুসুমের এমনই কিছু ছবি মুগ্ধতা ছড়িয়েছে ভক্তদের মাঝে; এদিন অভিনেত্রী ধরা দেন হলুদ শাড়িতে।
সদ্য একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন কুসুম শিকদার। তারই ছবি ধাপে ধাপে ফেসবুকে প্রকাশ করেন অভিনেত্রী; যেখানে তাকে একটি জমকালো হলুদ শাড়িতে দেখা যায়। শাড়িটিতে সোনালি জরি ও সিকুয়েন্সের কাজ করা। এছাড়াও কানে দুল, গলায় নেকলেস এবং কপালে একটি ছোট টিপ পরেছেন তিনি।
বলা বাহুল্য, তার হাসিমুখে লাস্যময়ী চাহনি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মন্তব্যের ঘরে অনেকেই তার রূপ ও ফিটনেসের প্রশংসা করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘এই বয়সেও আপনি দারুণ ফিট!’
অভিনয় দক্ষতার পাশাপাশি আকর্ষণীয় চেহারা এবং ফিটনেস ধরে রাখার জন্য বেশ চেষ্টা করেন কুসুম। তিনি মনে করেন, তার ইতিবাচক মানসিকতাই তাকে ধরে রেখেছে।
২০০২ সালে ‘লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন’ এর মাধ্যমে ক্যারিয়ার শুরু হয় কুসুমের। এরপর তিনি ২০১০ সালে ‘গহীনে শব্দ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘লাল টিপ’-এর জন্য তিনি ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী’ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।

Side banner