• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল


বাঞ্ছারামপুর বার্তা | অর্থনীতি ডেস্ক জুলাই ৯, ২০২৫, ১২:৪৫ পিএম জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

জুলাই অভ্যুথানে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাংকার্স বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মানসুর।
জানা গেছে, ১৪ কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে, আর বাকি ১১ কোটি টাকা দেবে গত অর্থবছরে ৪০০ কোটির বেশি নিট মুনাফা করা ১১টি বাণিজ্যিক ব্যাংক। এ ছাড়া পুরো তহবিলটি ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ কাছে হস্তান্তর করা হবে।