• ঢাকা
  • সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

সোনা নিয়ে অশনিসংকেত, জানা গেল কারণ


বাঞ্ছারামপুর বার্তা | অর্থনীতি ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৫:২৬ পিএম সোনা নিয়ে অশনিসংকেত, জানা গেল কারণ

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে সোনা। বিশ্ববাজারে এখন আউন্সপ্রতি ৩ হাজার ৬০০ ডলার ছাড়ানোর পথে মূল্যবান এ ধাতুটি। মূলত, মার্কিন ডলার দুর্বল হয়ে পড়ার পাশাপাশি চলতি মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক—ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর আশঙ্কায় নতুন করে সোনা কেনার দিকে ঝুঁকে পড়েছেন বিনিয়োগকারীরা। আর এর ফলেই গত কয়েক সপ্তাহ ধরে এমন উর্ধ্বগতি দেখা যাচ্ছে সোনার দামে। খবর এফএক্স স্ট্রিটের।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববাজারে ৩ হাজার ৫৯০ মার্কিন ডলারে উঠেছে প্রতি আউন্স সোনার দাম। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ৩০ হাজার (১ ডলার সমান ১২০ টাকা ধরে)। এ হিসাবে বিশ্ববাজারে প্রতি ভরি সোনার দাম পৌঁছেছে ১ লাখ ৭৬ হাজার ৯৫৪ টাকায়। 
হিসাব করে দেখা যাচ্ছে, চলতি বছর এখন পর্যন্ত ৩৫ শতাংশের বেশি বেড়েছে সোনার দাম; যা ইতিহাসের সর্বোচ্চ।
বাজার বিশ্লেষকরা বলছেন, দুর্বল অর্থনৈতিক পরিপ্রেক্ষিত ও যুক্তরাষ্ট্রের সুদহার কমানোর সম্ভাবনা সোনাসহ মূল্যবান ধাতুর বাজার চাঙা করে তুলছে। তাদের ভাষায়, আরেকটি কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ, তথা ফেডের স্বাধীনতায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ডলারভিত্তিক সম্পদে আস্থার সংকট তৈরি হয়েছে।
সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ব্যবসায়ীরা এখন ধরে নিচ্ছেন, আগামী ১৭ সেপ্টেম্বর ফেডের এক-চতুর্থাংশ পয়েন্ট সুদহার কমানোর সম্ভাবনা ৯০ শতাংশ। 
অর্থনীতিবিদেরা বলছেন, সোনায় বিনিয়োগ করে সুদ পাওয়া যায় না ঠিক, কিন্তু ফেডের সুদের হার কম থাকলে সোনার মতো সুদবিহীন সম্পদ বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে; অর্থাৎ ফেডের সুদহার কমলে সোনার দাম আরও বাড়তে পারে। 

Side banner