• ঢাকা
  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

নালিতাবাড়ীতে কচুরিপানার ভেতর থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার আগস্ট ২৭, ২০২৫, ০৮:৪৭ এএম নালিতাবাড়ীতে কচুরিপানার ভেতর থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে তিন দিন নিখোঁজ থাকার পর মাইমুনা খাতুন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৭টার দিকে উপজেলার নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রামে বাড়ির পাশের নিচু জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাইমুনা ওই গ্রামের মফিজুল ইসলামের মেয়ে এবং স্থানীয় কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
থানা সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরের পর থেকে নিখোঁজ হয় মাইমুনা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রোববার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের নিচু জমি থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে খোঁজ করে। এ সময় কচুরিপানার ভেতরে বিবস্ত্র অবস্থায় মাইমুনার মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

Side banner