তৃতীয় লিঙ্গ বা হিজরা জনগোষ্ঠী নামে কোন নামকরণ উচিত নয়। আমরা শুধুমাত্র আবেগ বা মানবতাবাদের দোহাই দিয়ে এ শ্রেণী বৈষম্য তৈরী করছি। এ বৈষম্য শুধুমাত্র বর্তমান নয় ভবিষ্যতের জন্যেও সংকট। এরাতো কোনো তৃতীয় শ্রেণী বা গোষ্ঠী থেকে আসেনি। এরা অবশ্যই মানুষের প্রজনন এবং মানুষের লিঙ্গ দুটি পুরুষ ও নারী শুধু মানুষ নয় সকল প্রাণীই এই দুটি লিঙ্গের অধিকারী। শুধুমাত্র হিজরা সম্প্রদায় তৈরী করে আমরা এদের রাস্তায় নামিয়ে দিচ্ছি বা আনন্দ, উল্লাস অথবা অবজ্ঞাসূচক একটি শ্রেণী তৈরী করছি। এমনকি এরা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে আবার এদের পুজি করে এক শ্রেণীর দালালদের কথাও শোনা যায়। আমি মনে করি এদের আলাদা কোন শ্রেণীভুক্ত না করে যার যার পরিবারেই এদের লালন পালন ও উপযুক্ত মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা উচিৎ অন্য সবার মতো। ইসলামের বিধানে এরা সম্পত্তির উত্তরাধিকার। অনেক মানুষইতো পরিপূর্ণ মানুষ হিসেবে জন্মায় না; যেমন কেউ অন্ধ, কারও হাত থাকে না বা কারও পা। কেউ কানে কম শোনে, কেউ চোখে কম দেখে। ঠিক তেমন যাদের আমরা হিজরা/তৃতীয় লিঙ্গ বলি তাদের সমস্যা যৌনাঙ্গ সংক্রান্ত বা যৌন অক্ষমতা বা তাদের বিয়ে-শাদি সম্ভব না বা বাচ্চা উৎপাদনে অক্ষম।
আর ট্রান্স জেন্ডার নিয়ে অনেক মতবাদ আছে সেক্ষেত্রে মেডিক্যাল সাইন্স শনাক্ত করবে কাকে সার্জারী করলে তার লিঙ্গের পূর্ণতা পাবে। অবশ্যই ইচ্ছে হলো আমি হরমোন পরিবর্তন করে পুরুষ থেকে নারী হবো আর নারী থেকে পুরুষ! সমর্থন যোগ্য নয়। হিজরা জনগোষ্ঠী নামে নতুন কোনো শ্রেণীভুক্ত করলে কি তারা সক্ষম হয়ে যায়? আর তাদের এ অক্ষমতা আমার, আপনার বা আমাদের পরিবারের সমস্যা কোথায়! এরাতো ভিন গ্রহ থেকে আসেনি! এরাওতো প্রাকৃতিক উপায়ে কারও মায়ের গর্ভে এসেছে। সুতরাং সস্তা আবেগ দিয়ে চিন্তা না করে গভীরভাবে বিষয়টি ভাবা উচিৎ এবং নতুন কোন সম্প্রদায় ভুক্ত না করে তাদের সবাইকে সাধারণ মানুষ হিসেবেই গ্রহণ করা উচিৎ। বিশেষভাবে বললে যারা পুরুষের মত তারা পুরুষ ও যারা নারীদের মতো তারা নারী হিসেবেই প্রতিষ্ঠা পাক।
জয় হোক প্রকৃত মানবতার।
নাজমুল হক
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
আপনার মতামত লিখুন : :