লালমনিরহাটে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলায় সরকারি করিম উদ্দিন কলেজকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আদিতমারী সরকারি কলেজ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে লালমনিরহাট জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের বাস্তবায়নে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল ৩টায় লালমনিরহাটের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতে আক্রমণাত্মক খেলা দেখায় দল দুটি। বারবার গোলের সুযোগ পেয়েও গোলের দেখা পাননি কোনো দল। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় উভয় দল। দ্বিতীয়ার্ধের গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। যার ফলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া নক আউট পদ্ধতির এ টুর্ণামেন্টে লালমনিরহাট জেলার ১২টি কলেজ অংশগ্রহণ করে। সেরা দুই দল হিসেবে আদিতমারী সরকারি কলেজ ও সরকারি করিম উদ্দিন কলেজ ফাইনালে ওঠে। এছাড়া এই দুই দল রংপুরে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।
খেলা শেষে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন : :