• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

২০০২ সালে চমকে দেওয়া দলের বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি


বাঞ্ছারামপুর বার্তা | ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৩, ২০২৫, ০১:১৭ পিএম ২০০২ সালে চমকে দেওয়া দলের বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

বিশ্বকাপের আগে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফাইনালিসিমা রয়েছে দক্ষিণ আমেরিকার সেরা দল আর্জেন্টিনার। এই ম্যাচের দিনতারিখ নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিশ্বকাপের প্রস্তুতিতে যেন ঘাটতি না থাকে, এজন্য আর্জেন্টিনা আগামী বছরের মার্চে কোনো একটি শক্তিশালী দলের মুখোমুখি হতে চায়। তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ভাবা হচ্ছে সেনেগালকে। সেনেগালি ফুটবল ফেডারেশন আর্জেন্টিনার কাছ থেকে খেলার প্রস্তাব পেয়েছে।
২০০২ সালে আগের আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল সেনেগাল। কোয়ার্টার ফাইনালে উঠে তাক লাগিয়ে দেয় দেশটি। গত বিশ্বকাপেও শেষ ষোলো খেলেছে আফ্রিকানরা। তারা নিশ্চিত করেছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ আয়োজন চূড়ান্ত করেছে তারা। বিশ্বকাপের আগ দিয়ে তারা আরেকটি ম্যাচ খেলতে চায়, সেই খেলায় প্রতিপক্ষ হিসেবে তাদের চাওয়া আর্জেন্টিনাকে। দুই দলই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
সেনেগালি ফুটবল ফেডারেশন জানিয়েছে, আর্জেন্টিনার কাছ থেকে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব তারা পেয়েছে। সৌদি আরব সেনেগালের সঙ্গে একটি ম্যাচ আয়োজনের চেষ্টা করেছিল। কিন্তু তারা অগ্রাধিকার দিচ্ছে আর্জেন্টিনাকে।
সেনেগালি ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘২০২৬ এর মার্চের উইন্ডোতে আর্জেন্টিনার একটি প্রস্তাব চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।’
আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ ম্যাচ খেলবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের সঙ্গে। সেনেগালের গ্রুপ বেশ কঠিন। তাদের দলে আছে ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্স ও নরওয়ে, এছাড়া বলিভিয়া, সুরিনাম ও ইরাকের মধ্যে একটি দল চূড়ান্ত হবে প্লে অফ খেলে।

Side banner