রাঙ্গামাটি তবলছড়ির স্বর্ণটিলা স্কুল মাঠে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো। জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, এছাড়া উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু রনেল দেওয়ান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব আলী আকবর সুমন, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মামুন এবং স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে, দীপেন দেওয়ান বলেন, “খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, এটি যুব সমাজকে সুস্থ, শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আমরা চাই এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা হোক, যাতে যুব সমাজের মধ্যে নৈতিক মূল্যবোধ, দলগত চেতনা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়।”
বক্তারা আরও বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজে নেতৃত্বের গুণাবলী ও সাহসের বিকাশ ঘটে। এমন আয়োজন যুব সমাজকে দায়িত্বশীল ও সংগঠিত করে গড়ে তুলতে সাহায্য করে।”
“খেলাধুলা শুধু একটি খেলা নয়, এটি সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতার মাধ্যম। এই ধরনের টুর্নামেন্ট যুব সমাজকে সমৃদ্ধ করে এবং একে অপরের সাথে সহযোগিতা শেখায়।”
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ী দলগুলোকে ট্রফি, স্বর্ণপদক ও মেডেল প্রদান করেন।
আপনার মতামত লিখুন : :