• ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদন করা যাবে ঢাকা থেকেই


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২১, ২০২৫, ০৫:৩১ পিএম নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদন করা যাবে ঢাকা থেকেই

নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদন এখন বাংলাদেশ থেকেই করা যাবে। আগামী ২ নভেম্বর থেকে এই ভিসা আবেদন নেওয়া শুরু করবে নেদারল্যান্ডস দূতাবাস। 
সোমবার (২০ অক্টোবর) ঢাকার নেদারল্যান্ডস দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শেনজেন ভিসার আবেদন ভিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিতে হবে। 
১৬ অক্টোবর থেকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু হয়েছে।
বার্তায় আরও বলা হয়, স্বল্প-স্থায়ী (শেনজেন) ভিসা প্রক্রিয়াকরণের সময় ৪৫ দিন। প্রার্থী যেদিন ভিসার জন্য আবেদন করবেন, সেদিন থেকে প্রক্রিয়াকরণের সময় শুরু হবে।
প্রক্রিয়াকরণের সময় সম্পর্কে আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখতে অনুরোধ করা করেছে দূতাবাস।

Side banner