• ঢাকা
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


বাঞ্ছারামপুর বার্তা | আলমগীর হোসেন সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৪:২০ পিএম বাঞ্ছারামপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দঘন পরিবেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। 
কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলার মানুষ যখন কিংকর্তব্যবিমুঢ় ঠিক সেই সময়ে আলোর দিশারী হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে ১লা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। আজ যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় বাঞ্ছারামপুরে এত গরমে আপনারা তারেক রহমানকে ভালোবেসে আনন্দ র‌্যালিতে যোগ দিয়েছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং বাঞ্ছারামপুর বিএনপির ঘাটি হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকই হবে বাঞ্ছারামপুরবাসীর প্রতীক। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিব ইনশাআল্লাহ। 
উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. আবু কালাম ও পৌর যুবদলের আহ্বায়ক মাহবুব হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর সরকারী কলেজের প্রথম নির্বাচিত ভিপি এ কে এম মুছা, জেলা বিএনপির সদস্য এড. আবদুল্লাহ আল মহসিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু আইয়ুম, সহসভাপতি সাখাওয়াত হোসেন, সহসভাপতি জাহাঙ্গীর আলম, আ. করিম চেয়ারম্যান, গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক তৈয়্যবুর হাসান মাসুম, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ,  এস জেট এইচ সেলিম শুকড়ী, হানিফ মাঝি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোস্তম আলী, ওয়াছে উদ্দিন, কাবিল মিয়া, আতাউর রহমান লিটন, উপজেলা মহিলা দলের সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক বিউটি আক্তার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন সরকার, ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুর রহমান অন্তু, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মিনারা আক্তার, বিল্লাল হোসেন মোক্তার, আমির হোসেন, আঃ হামিদ মেম্বার, সাজিবুর রহমান প্রমুখ। আনন্দ র‌্যালি শেষে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটে জাঁকজমকপূর্ণ ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

Side banner