• ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক জুলাই ২, ২০২৫, ০৮:৫৭ পিএম মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে

মধ্যপ্রাচ্যে অল্প কিছু বাংলাদেশির বাজে কাজের জন্যই বাকিরা সমস্যায় পড়ে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বুধবার (২ জুলাই) ঢাকায় মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সভায় তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি ভয়াবহ কিছু অভিযোগ তুলে ধরেন।
তিনি বলেন, আমি মধ্যপ্রাচ্যে কয়েকবার গিয়েছি। আমি শুনেছি ওখানে নিয়মিত ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া মারামারি করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, সৌদি আরবে একটা জায়গা আছে যেখানে বাঙালি মাস্তানরা টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলে- এমন ঘটনা আছে। এগুলো কী মিথ্যা? আমি তাদের জিজ্ঞেস করেছি যে পুলিশে বলেন না কেন। তারা বলে খবর দিলে সবাইকে পুলিশ বের করে দেবে। বাজে কাজ করে দশজন আর এজন্য সাফার করে দশ হাজার জন, দশ লাখ লোক।
আসিফ নজরুল জানান, বাহরাইনে বাংলাদেশ থেকে লোক পাঠানো বন্ধ হয়েছে। কারণ, সেখানে একজন মালিককে মেরে ফেলা হয়েছে।
তিনি এসব বিষয়ে প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

Side banner