• ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ফিলিস্তিন পাকিস্তানে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক মে ৯, ২০২৫, ০৪:১১ পিএম ফিলিস্তিন পাকিস্তানে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ফিলিস্তিন ও পাকিস্তানে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ (এনআরসি)। শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের (এনআরসি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামশুদ্দিন বলেন, প্রথমে কাশ্মিরে ভারত তাদের লোক হত্যা করে পাকিস্তানের ওপর হামলা চালায়। এই হামলা শুধু পাকিস্তানের ওপর নয়, বরং এটি পুরো মুসলিম উম্মাহর ওপর হামলা। আমরা পাকিস্তানের মুসলমানদের পাশে থাকবো, ফিলিস্তিনের মুসলমানদের পাশে থাকবো। গাজায় হামলা, আরাকানে হামলা এবং পাকিস্তানের ওপর হামলা-একই সূত্রে গাঁথা।
তিনি অভিযোগ করেন, নারী কমিশনসহ যে সমস্ত এনজিও এজেন্ট সরকারে রয়েছে, তারা ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করছে।
বিক্ষোভে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যার মধ্যে ছিল-ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি কাশ্মির, ফ্রি ফ্রি আরাকান, কাশ্মির কাশ্মির, জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব মুসলিম এক হও, কাশ্মির দখল রুখে দাও। 
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

Side banner