• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৭


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৮, ২০২৫, ১০:৩৫ এএম রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৭

রাজধানীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৩৩ জন ও নিউমার্কেট থানা এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, চুরি, পরোয়ানাভুক্তসহ মোট ৩৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চারটি চাকু, ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অপরদিকে, একই দিন নিউমার্কেট থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Side banner