• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুর শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত 


বাঞ্ছারামপুর বার্তা | আলমগীর হোসেন  মে ৩, ২০২৫, ০৪:১৬ পিএম বাঞ্ছারামপুর শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ফাউন্ডেশনের এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  সংগঠনের সভাপতি আশেক এমরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা জজ ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আল মামুন। 
আরো উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সরকারী এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমাদ্দর, বাঞ্ছারামপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইনস্ট্রাক্টর ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার মো. আমান উল্লাহ, হাসানপুর শহীদ নজরুল ইসলাম কলেজের অধ্যাপক মো. জহিরুল ইসলাম, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা কবি কবির হুমায়ুন, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আরিফ, দুলারামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. স্বপন মিয়া, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আলমগীর হোসেন, বাঞ্ছারামপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা, বাঞ্ছারামপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক মো. মনির হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. সোহাগ মিয়া। 
সংগঠনের সবার একটাই উদ্দেশ্য যে, বাঞ্ছারামপুর উপজেলাকে শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে কিভাবে সভ্য জাতি হিসেবে গড়ে তোলা যায়। তাই অতীতের নিয়মে এবারও অস্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা হবে। পাশাপাশি সংস্কৃতিকে সম্বৃদ্ধ করার জন্য কবিতা, গান, বক্তৃতার প্রতিযোগিতার আয়োজন করা হবে।

Side banner