• ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.
চলচ্চিত্র পরিচালক সমিতি 

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় কার্যক্রম স্থগিত


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক মে ১৫, ২০২৫, ১১:০১ পিএম আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় কার্যক্রম স্থগিত

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় ভায়োলেশন মামলা দায়ের ও নির্বাচনোত্তর সকল কার্যক্রম স্থগিত করেছে। 
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের দায়েরকৃত মামলায় গত সোমবার (১২ মে) সিনিয়র সহকারী জজ ২য় আদালতে আর্জি পেশ করেন ঢাকা বার সমিতির সভাপতি এডভোকেট মিয়া খোরশেদ আলম। সাথে ছিলেন ঢাকা বার সমিতির সেক্রেটারি এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, জিপি এডভোকেট মো. আবুল খায়ের, পিপি এডভোকেট ওমর ফারুক ফারুকী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক এডভোকেট মো. খোরশেদ আলম, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, বিজেবি’র স্পেশাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরহাদ হোসেন নিয়ন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীমকোর্ট শাখার আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আনোয়ার হোসেন, এডিশনাল জিপি এডভোকেট শফিকুল ইসলাম, বিজিবি’র প্রসিকিউটর এডভোকেট জিল্লুর রহমান, বিজিবির পাবলিক প্রসিকিউটর আব্দুল হান্নান, এডভোকেট কে এম মাহমুদ উল হাসান পলাশ, এডভোকেট মো. সাইফুল ইসলাম, এডভোকেট মো. আরিফুল ইসলাম আরিফ।
মামলার রায়ের বিষয় নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ। 
তিনি বলেন গত ০৮ মে ২০২৫, বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে নিষেধাজ্ঞা দেয় আদালত, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ৯ মে রোজ শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির অবৈধ নির্বাচন কমিশন বিজ্ঞ আদালতের আদেশ অবমাননা করে নির্বাচন করেছে। সেই কারণে বিজ্ঞ আদালতে মামলা রুজু হয়, আদালত শুনানী শেষে নির্বাচনোত্তর কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে সমনজারি করেছেন।
জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, বিজেবি’র স্পেশাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরহাদ হোসেন নিয়ন জানান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনে নির্বাচন কমিশন কোর্টের আদেশ অমান্য করায় সিনিয়র সহকারী জজ ২য় আদালতে মিস ভায়োলেশন মামলা রুজু করা হয়েছে। মামলার শুনানী শেষে বিজ্ঞ আদালত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন পরবর্তী কার্যক্রমে স্থগিত করে দিয়েছেন এবং সমনজারি করেছেন।

Side banner