• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

জয়ার ক্যাপশন নিয়ে নেটিজেনদের কৌতূহল


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন প্রতিবেদক নভেম্বর ১০, ২০২৫, ০৪:২১ পিএম জয়ার ক্যাপশন নিয়ে নেটিজেনদের কৌতূহল

বয়স যে কেবল একটি সংখ্যা, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দক্ষতা আর অপরূপ সৌন্দর্যের মিশেলে তিনি সবসময়ই এক অন্যরকম আলো ছড়ান। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিত্যনতুন রূপে হাজির হয়ে চমকে দেন ভক্তদের। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েস্টার্ন পোশাকে ছবি প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছেন জয়া। ছবিতে তাকে দেখা গেছে বেশ আবেদনময়ী লুকে, যেখানে তার মিষ্টি হাসি ও অপরূপ গ্ল্যামার নজর কেড়েছে নেটিজেনদের। ছবি শেয়ার করে ক্যাপশনে জয়া লিখেছেন, দুইজন সুন্দর মানুষ, একে অপরের দিকে তাকিয়ে আছে।
অভিনেত্রীর ইঙ্গিতপূর্ণ এই ক্যাপশনটি নেটিজেনদের মনে কৌতূহল সৃষ্টি করেছে। দ্বিতীয় সুন্দর মানুষটি কে, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তরা কমেন্ট বক্সে উপচে পড়া ভালোবাসা ও প্রশংসা জানিয়েছেন। 
একজন অনুরাগী জয়ার রূপের প্রশংসা করে লিখেছেন, সৌন্দর্য শুধু মুখের নয়, তা লুকিয়ে আছে তোমার ভঙ্গিমায়, তোমার হাসিতে, আর ক্যামেরার সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করো তাতেই। আরেকজন মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন, এক ফ্রেমে এত সৌন্দর্য!

Side banner