• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বিতর্কে জড়িয়ে পাকিস্তান ছাড়লেন টিকটকার সামিয়া হিজাব


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন ডেস্ক নভেম্বর ৭, ২০২৫, ০১:৪৮ পিএম বিতর্কে জড়িয়ে পাকিস্তান ছাড়লেন টিকটকার সামিয়া হিজাব

ব্যক্তিগত ভিডিও ফাঁস থেকে শুরু করে নানা কর্মকাণ্ডে বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ইনফ্লুইয়েনসার ও টিকটকার সামিয়া হিজাব। এবার এক বিস্ফোরক মন্তব্য করে ফের বিতর্কের জন্ম দিলেন তিনি। ফলে এখন দেশ ছেড়ে অন্যত্র রয়েছেন সামিয়া। 
সম্প্রতি সামাজিক মাধ্যমে এই টিকটকার দাবি করেন, নিজের পোশাক ছোট হচ্ছে, আর এ জন্য দায়ী পাকিস্তানি জাতির চিন্তাভাবনা। তার ভাইরাল ওই ভিডিওতে সামিয়া আরও জানান, দেশের মানুষ এবং সরকারের বিচারপ্রবণ আচরণের কারণেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।
সেই ভিডিও ক্লিপটিতে সামিয়া হিজাব পাকিস্তানের মানুষের মানসিকতা নিয়ে চরম হতাশা প্রকাশ করেন। বলেন, সময়ের সঙ্গে সঙ্গে যদি তার পোশাকের ধরনে পরিবর্তন আসে, তবে সেটি তার দোষ নয়।
তিনি সরাসরি অভিযোগ করে বলেন, এটা জাতির দোষ। সামিয়া আরও যোগ করেন, মানুষের এই সংকীর্ণ চিন্তাভাবনা পাকিস্তানে তার জীবন কঠিন করে তুলেছিল।
এই টিকটকার মনে করেন, সরকার ও সমাজ উভয়ের কাছেই তিনি প্রতারিত হয়েছেন। তাদের মানসিকতা একই বলে অভিযোগ করে তিনি মন্তব্য করেন, ‘সরকার আর জনগণ সবাই মিশে আছে; ভেতরে সবাই একই রকম।’
নিজের পরিস্থিতির সঙ্গে ইউটিউবার রাজাব বাটের অবস্থা তুলনা করেন সামিয়া। রাজাব বাটও কয়েকমাস আগে পাকিস্তান ছেড়ে বিদেশে চলে যান। 
সামিয়া বলেন, ‘রাজাব বাটের সঙ্গেও তারা একই কাজ করেছে। তাকেও দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল।’
সামিয়া বিদেশে থাকার বিষয়টি নিশ্চিত করলেও তার এই প্রস্থান ভ্রমণ নাকি স্থায়ীভাবে দেশত্যাগ তা স্পষ্ট করেননি। তবে নেটিজেনদের তীব্র সমালোচনার কারণেই পাকিস্তান ছেড়েছেন বলে অনেকে ধারণা করছেন।

Side banner