• ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

এবার টিভিতে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীর ‘কাজলরেখা’


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন প্রতিবেদক     অক্টোবর ২১, ২০২৫, ০১:৩৫ পিএম এবার টিভিতে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীর ‘কাজলরেখা’

গিয়াসউদ্দিন সেলিমের আলোচিত সিনেমা ‘কাজলরেখা’। এটি এবার আসছে টেলিভিশনের পর্দায়। ‘মনপুরা’-খ্যাত এই নির্মাতার ছবিটি মুক্তির আগে থেকেই ছিল আলোচনায়। গেল বছর বড় পর্দায় মুক্তি পেয়ে ‘কাজলরেখা’ দর্শক-সমালোচক উভয়ের কাছ থেকেই প্রশংসা কুড়ায়।
প্রায় ৪০০ বছর আগের ঐতিহ্যবাহী ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত সংগীতনির্ভর এই ছবিটি দেশের পাশাপাশি আমেরিকা ও ইউরোপের প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হয়। চলতি বছরের জানুয়ারিতে ছবিটি দেখানো হয় নেদারল্যান্ডসের ‘রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ।
তবে এতদিন কোনো টেলিভিশন চ্যানেলে দেখা যায়নি এই সিনেমা। এবার সেই সুযোগ এনে দিচ্ছে মাছরাঙা টেলিভিশন। চ্যানেলটি ছবিটির টিভি স্বত্ব কিনে নিয়েছে। সম্প্রতি নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে মাছরাঙা কর্তৃপক্ষের এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছে। জানা গেছে, সামনে কোনো উৎসব উপলক্ষে ছবিটি প্রচার করবে চ্যানেলটি।
‘কাজলরেখা’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। কিশোরী কাজলরেখা চরিত্রে আছেন সাদিয়া আয়মান। সূচ রাজা চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, আর কঙ্কণ দাসী চরিত্রে দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে। এছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, খায়রুল বাসার, শাহানা সুমি ও ইরফান সেলিম সুজয় প্রমুখ।
বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্য বহন করা ‘মৈমনসিংহ গীতিকা’র ‘কাজলরেখা’ পালাটি থেকেই অনুপ্রেরণা নিয়েই সিনেমাটি নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম।

Side banner