• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

কাশিয়ানী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক খন্দকার নিজামুল হক


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার জানুয়ারি ১১, ২০২৬, ১০:১৬ পিএম কাশিয়ানী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক খন্দকার নিজামুল হক

শিক্ষা জীবনের প্রতিটি ধাপে মেধার স্বাক্ষর রাখা ব্যক্তিত্ব খন্দকার নিজামুল হক এবার তার কর্মক্ষেত্রেও শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন।
এম.এ. খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই সহকারী শিক্ষক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ কাশিয়ানী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
নিজ এলাকা থেকে এসএসসি, ঢাকার ঐতিহ্যবাহী নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা (বিএসসি ও এমএসসি) সম্পন্ন করা এই গুণী শিক্ষক তার আধুনিক পাঠদান পদ্ধতির জন্য শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
তার এই অর্জনে কাশিয়ানীর শিক্ষা পরিবার গর্বিত। তাকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক সমিতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Side banner