• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

অভয়নগরে ১৩টি হিন্দু পরিবারে আগুন


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মে ২৮, ২০২৫, ০২:২৮ পিএম অভয়নগরে ১৩টি হিন্দু পরিবারে আগুন

যশোরের অভয়নগর উপজেলায় এক বিএনপি নেতাকে খুনের পর ডহর মশিহাটী গ্রামের বাড়েদা পাড়ার ১৩টি হিন্দু পরিবারের অন্তত ২০টি ঘরে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এছাড়া বিএনপি নেতা হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়েদা পাড়ার বাসিন্দা সুকান্ত বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস সোমবার রাতে অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করে অভয়নগর থানায় মামলাটি দায়ের করেন বলে থানার ওসি আব্দুল আলীম জানান। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
এর আগে বৃহস্পতিবার রাতে ডহর মশিহাটী গ্রামের মিন্টু বিশ্বাসের বাড়িতে মাছের ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৫০) গুলিতে খুন হন। তিনি অভয়নগর উপজেলার সুন্দলী উনিয়নের ধোপাদী গ্রামের বাসিন্দা এবং উপজেলার নওয়াপাড়া কৃষকদলের সভাপতি ছিলেন।
তার পরিবারের দাবি, সেদিন মাছের ঘের ইজারা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তারপরই তার শতাধিক অনুসারী হিন্দু অধ্যুষিত গ্রামটিতে এসে তাণ্ডব চালায়। গ্রামটিতে মূলত মতুয়া সম্প্রদায়ের বাস। সেদিন মতুয়া সম্প্রদায়ের একটি অনুষ্ঠানের আয়োজন ছিল। এজন্য পাঁচ শতাধিক লোকের জন্য খাবার-দাবারের আয়োজনও করা হয়েছিল।
তরিকুল হত্যা মামলায় মঙ্গলবার রাতে দিনেশ বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় অভয়নগর থানার ওসি মোহাম্মদ আলিম জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার রাতে নিহত তরিকুলের ভাই কামরুজ্জামান টুলু ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। দিনেশ এ মামলার এজাহারভুক্ত আসামি। তিনি ডহেরমশিহাটী গ্রামের বাসিন্দা।
মামলার বাকি আসামিরা হলেন- পিন্টু বিশ্বাস, দুর্জয়, সাগর বিশ্বাস, অজিত, পল্লব, গজো ওরফে পবন, অতীত মণ্ডল, আকরাম আক্তার কোরাইশি পাপ্পু, মাসুদ পারভেজ সাথী ও ফিরোজ খান।

Side banner