• ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.
১০ দফা বাস্তবায়নের দাবি

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ৯, ২০২৩, ০১:০০ এএম বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আনুষ্ঠানিকভাবে অবস্থান কর্মসূচি শুরু করেছে বিএনপি। শনিবার (৮ এপ্রিল) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি আব্দুল খালেক। অবস্থান কর্মসূচিতে অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। কর্মসূচিতে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করে। উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে আসেন। ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি স্থলে উপস্থিত হতে দেখা গেছে। এ সময় খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে মুখর করে তুলেন তারা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মতিউর রহমান জালু ও উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।

 

Side banner