• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

সুইডেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ


বাঞ্ছারামপুর বার্তা | প্রবাস ডেস্ক মে ১, ২০২৫, ১০:৩৫ পিএম সুইডেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সুইডেনের রাজার কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানী স্টকহোমে রাজপ্রাসাদে রাজা কার্ল ষোড়শ গুস্তাফের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত। এ সময় তিনি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে সুইডেনের রাজা ও দেশটির জনগণকে শুভেচ্ছা জানান। জবাবে রাজা কার্ল ষোড়শ গুস্তাফ সুইডেনের জনগণ এবং সরকারের পক্ষ থেকেও শুভেচ্ছা জানান।
প্রথানুযায়ী, ঘোড়ায় টানা কোচদের মাধ্যমে রাষ্ট্রদূতকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়, যেখানে রাজা তাকে স্বাগত জানান এবং আনুষ্ঠানিকভাবে সুইডেনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে  ওয়াহিদা আহমেদের পরিচয়পত্র গ্রহণ করেন।
রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার, অর্থাৎ সমাজে অন্তর্ভুক্তি অর্জনের লক্ষ্যে গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন সম্পর্কে রাজাকে অবহিত করলে জবাবে রাজা কার্ল ষোড়শ গুস্তাফ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন। 
এছাড়া, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়। রোহিঙ্গা শরনার্থীদের প্রতি অব্যাহত সহায়তার জন্য সুইডেনকে ধন্যবাদ জানিয়ে নবনিযুক্ত রাষ্ট্রদূত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ ও স্থায়ীভাবে প্রত্যাবর্তনের জন্য সুইডেনের ধারাবাহিক প্রচেষ্টাকে অব্যাহত রাখার জন্যও বিশেষ অনুরোধ জানান।

Side banner