কুমিল্লার মুরাদনগরে মামলা, গ্রেপ্তার, হয়রানি ও আওয়ামী লীগের পুনর্বাসনে সহযোগিতার অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
এ সময় জোর করে মিছিলের ব্যানার কেড়ে নেন মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান। মিছিলে বাধা ও ব্যানার কেড়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিকে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে ওসি বলছেন, আওয়ামী লীগের লোকজন মিছিল করলে আমি তাতে বাধা দিয়েছি।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা’ ব্যানারে মুরাদনগর উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বিক্ষোভকারীরা মুরাদনগর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করাকালে পুলিশি বাধার মুখে পড়ে। পরে তারা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মুরাদনগর বিপ্লবী কমিটি’ সদস্যসচিব নাহিদুল ইসলাম নাহিদ বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে স্বজনপ্রীতি এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ রয়েছে। তাই আমরা তার পদত্যাগ দাবি করেছি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্র জনতার ব্যানারের নামে মুরাদনগরের সাবেক এমপি এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন ও জাহাঙ্গীর আলম সরকারের লোকজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে। তাই আমি বিক্ষোভ মিছিলে বাধা দিই।
তিনি বলেন, মিছিলে সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের আস্থাভাজন হাফেজ মোহাম্মদ আলী, নজরুল ইসলাম ওরফে মেরা নজরুল, শাহজাহান ও হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের নৌকা মনোনীত চেয়ারম্যান মোজাম্মেলের ছোট ভাই বাবুর নেতৃত্বে একদল পুলিশের ওপর হামলা চালায়।
ওসি আরো বলেন, আন্দোলনকারীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তো কমিটি আছে। এরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী, আওয়ামী লীগের লোকজন মিলে ব্যানারে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। এ ছাড়া তারা মিছিল করার জন্য কোনো অনুমতি নেয়নি। হঠাৎ করেই একটি মিছিল বের করছে, কিন্তু কারা করছে এটিও আমাদের দেখার বিষয়।
এদিকে উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে মিছিলে ব্যবহৃত ব্যানারটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয় উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হোসাইন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা কমিটি আছে। যারা মিছিল করেছে তারা উপজেলা কমিটির কেউ না। ব্যানারে নামটি কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।
উল্লেখ্য, সম্প্রতি মুরাদনগরে চাঁদাবাজি বাধা দেওয়ায় আসিফ মাহমুদের লোকজনদের মারধর পরে থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অপরাধে মুরাদনগরে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হয়। এর পর থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আপনার মতামত লিখুন : :