বন্ধু ফাউন্ডেশন-ফরদাবাদ এর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদে শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত আলোচনা, দোয়া ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি ফরদাবাদ বাজার থেকে কলেজ পর্যন্ত প্রদক্ষিণ করে।
বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল মাহমুদ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধু ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা ড. রওশন আলম কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস মিয়া।
ইকবাল মাহমুদ সুজন বলেন, বন্ধু ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান। বিগত ১০ বছর ধরে প্রতিষ্ঠানটি অসহায়দের জন্য সহায়তা, শিক্ষা ও মেধা বৃত্তি, সামাজিক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা সহ প্রতিবন্ধীদের জন্য নিজেদের অর্থায়নে সেবা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে।
১০ বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নেন ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা আমিরুল ইসলাম মাহে আলম। অন্যদের মধ্যে আলোচনা করেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মো. নাসির উদ্দীন এবং সহসভাপতি ফয়সল আহমেদ খান।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ফরদাবাদ উলামা পরিষদের সভাপতি ও ফরদাবাদ কেন্দ্রীয় ঈদগাহের ইমাম হাফেজ মাওলানা আনিসুর রহমান। আলোচনা এবং দোয়ায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আলেমগণ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন রিসেল এবং সহসাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল সহ ফাউন্ডেশনের সকল বন্ধুদের সহায়তায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়।
আপনার মতামত লিখুন : :