• ঢাকা
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন


বাঞ্ছারামপুর বার্তা | ফয়সল আহমেদ খান অক্টোবর ১৩, ২০২৫, ০৮:০০ পিএম বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ অক্টোবর) বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও প্রাঙ্গণে সকাল ১০টা ৩০ মিনিটে এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান (ভূঁইয়া)। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তাইন বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সাঈদা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ অলি আহাদ চৌধুরী এবং উপজেলা পরিসংখ্যান অফিসার জনাব শরীফুল ইসলাম।
এছাড়া বাঞ্ছারামপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আবু জাফর তালুকদার ও টিম লিডার আব্দুল কাদের এর নেতৃত্বে ফায়ার ফাইটার জাকির হোসেন, খায়রুল ইসলাম, জামাল ভূঁইয়াসহ অন্যান্য সদস্যরা অগ্নিকাণ্ড ও উদ্ধার বিষয়ক মহড়া প্রদর্শন করেন।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগকালীন সময়ে সচেতনতা, প্রস্তুতি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমন্বিত উদ্যোগই পারে দুর্যোগজনিত ক্ষতি কমাতে সহায়ক ভূমিকা রাখতে।

Side banner