• ঢাকা
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ৬


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:৫৮ পিএম বাঞ্ছারামপুরে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা পুলিশ কর্তৃক ১৫ কেজি গাঁজা, ১টি নোহা মাইক্রোবাস গাড়ীসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা তিন দোকানের মনু মিয়ার ছেলে রিয়াদ হোসেন (৩০), ঢাকার গেন্ডারিয়ার ডালকানগরের আকবর হোসেনের ছেলে সালমান মিয়া (২৭), ঢাকার শ্যামপুরের পাইপরাস্তার আব্দুর রবের ছেলে ইমন মিয়া (২৭), ঢাকার গেন্ডারিয়ার ফায়ার সার্ভিস এলাকার হাবিব মিয়ার ছেলে আরিফ মিয়া (২৭), একই এলাকার মফিজুল ইসলামের ছেলে মনজু মিয়া (৩২) এবং বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দরিচর খাজুরিয়া গ্রামের আলম মিয়ার ছেলে সুমন মিয়া (২০)।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জামিল খান বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। 

Side banner