• ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ইয়াবাসহ গ্রেপ্তার সেই কৃষক দল ও যুবদল নেতা বহিষ্কার 


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ২, ২০২৫, ০৮:৩৭ পিএম ইয়াবাসহ গ্রেপ্তার সেই কৃষক দল ও যুবদল নেতা বহিষ্কার 

কক্সবাজার থেকে ফেরার পথে ইয়াবাসহ গ্রেপ্তার সুজানগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডল ও পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নেতা রাশেদ রানা বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ও সোমবার দলের পক্ষ থেকে পৃথক বহিষ্কারাদেশের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। 
বহিষ্কৃতরা হলেন- পাবনার সুজানগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও সুজানগর পৌর এলাকার ভবানিপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুল মজিদ মন্ডল এবং পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পাবনা পৌর এলাকার দোহারপাড়ার মৃত জহুরুল ইসলাম রইসের ছেলে রাশেদ রানা।
মঙ্গলবার দুপুরে জেলা কৃষক দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, পাবনা জেলার অধীনে সুজানগর থানা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মজিদ মণ্ডলের বিরুদ্ধে ইলেকট্রনিক মিডিয়া ও ফেসবুকেঅনাকাঙ্খিত কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে প্রচার হওয়ায় এবং গত ৩১ আগস্ট সিরাজগঞ্জ থানায় পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়ার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কৃষক দল পাবনা জেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক তাকে দল থেকে অব্যহতি দিয়েছে এবং কেন্দ্রীয় কৃষক দলের সংসদের কাছে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
সোমবার রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রানাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার (৩১ আগস্ট) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে আব্দুল মজিদ মন্ডল  ও রাশেদ রানা গ্রেপ্তার করেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে তাদের কাছ থেকে  ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সিরাজগঞ্জ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

Side banner