• ঢাকা
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে শিশুদের নিয়ে বিজয় মিছিল করলেন বিএনপি নেতা


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার আগস্ট ১১, ২০২৫, ০১:৩৬ পিএম বাঞ্ছারামপুরে শিশুদের নিয়ে বিজয় মিছিল করলেন বিএনপি নেতা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইউনিফর্ম পরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের নিয়ে বিজয় মিছিল করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। এতে করে পুরো উপজেলায় সমালোচনার ঝড় বইছে।
বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছেলেমেয়েদের ডেকে এনে মিছিলে অংশগ্রহণ করতে বাধ্য করেন অ্যাডভোকেট রফিক শিকদার। এই ঘটনার জানাজানি হওয়ার পর থেকে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মিছিলের ছবিগুলো (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করেছেন বিএনপির ওই নেতা রফিক সিকদার। স্কুল পড়ুয়া শিক্ষার্থী নিয়ে বিজয় মিছিল করার ঘটনায় বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া মসজিদের ভেতরে ব্যানার টানিয়ে কর্মসূচি পালন করতেও দেখা গেছে তাকে। যার কারণে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্মী সংকটের কারণে রফিক শিকদার ভাই বাঞ্ছারামপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ৫ আগস্ট বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি ৭ আগস্ট পালন করেছেন। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’ তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করে দলের সিনিয়র নেতৃবৃন্দকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক আশ্রাফবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন অভিভাবক বলেন, রফিক সিকদারের কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই। তিনি এটা না করলেও পারতেন। 
এদিকে এসব অভিযোগের বিষয়ে জানার জন্য একাধিকবার রফিক শিকদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া আশ্রাফবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।