• ঢাকা
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

৬টার পর অবস্থান করা যাবে না সচিবালয়ে, সভা-সমাবেশ নিষিদ্ধ


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১২, ২০২৫, ০৪:৪২ পিএম ৬টার পর অবস্থান করা যাবে না সচিবালয়ে, সভা-সমাবেশ নিষিদ্ধ

সচিবালয়ের ভেতরে নিরাপত্তা জোরদার করছে সরকার। কোনো সভা-সমাবেশ বা সন্ধ্যা ৬টার পর অবস্থান না করার বিষয়ে বাধ্যবাধকতা জারি করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জসিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে। 
বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের ভেতরের প্রত্যেকটি ভবন/প্রাঙ্গণের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 
মানতে হবে যেসব নিয়ম
১। সচিবালয়ের অভ্যন্তরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ হলো।
২। সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত কোনো সভা/সমাবেশ বা কোনো পেশাগত সংগঠন/সমিতির সভা/সম্মেলন/বৈঠক করা যাবে না। 
৩। সন্ধ্যা ৬টার পর সচিবালয়ের অভ্যন্তরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে। 
৪। সাপ্তাহিক ছুটি বা অন্য কোনো ছুটির দিনে সচিবালয়ের অভ্যন্তরে দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে। 
৫। সচিবালয়ের অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সচিবালয় প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে। 
৬। সচিবালয়ের অভ্যন্তরের ভবন বা প্রাঙ্গণে কোনো লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানো বা স্থাপন করা যাবে না।
৭। সচিবালয়ে প্রবেশকালীন গাড়ি/ব্যক্তির নিরাপত্তা তল্লাশি দায়িত্বরত নিরাপত্তা বাহিনী নিশ্চিত করবেন।