ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় সোমবার (২৪ নভেম্বর) বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রবিউল হাসান ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদা ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী আবু সিয়াম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিন শারমিন শান্তা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মানিকুর রহমান, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহসভাপতি আলমগীর হোসেন, ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব নাজমুন্নাহার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন ব্লকের সার ও বীজ ডিলারগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই বোরো মৌসুমে সকলে যেন সার কৃষকের কাছে যথা সময়ে পৌঁছে দেন এবং যে সকল ব্লকে সার ও বীজ ডিলার নেই ঐ সকলে ব্লকে প্রজ্ঞাপনের মাধ্যমে সার ও বীজ ডিলার নিয়োগ দেয়া হবে।
আপনার মতামত লিখুন : :