ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেলেন শারমিন আক্তার জাহান নামে একজন নারী। রবিবার (৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়। শারমিন আক্তার জাহান নড়াইল জেলার জেলা প্রশাসক পদে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলী করে তাঁকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ব্রাহ্মণবাড়িয়ায় যোগদান করবেন বলে জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে বদলি করে তাঁকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছো।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘদিনের দাবির মুখে ১৯৮৪ সালে ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া নতুন জেলা হিসেবে গঠিত হয়।
নতুন জেলা হওয়ার পর প্রথম জেলা প্রশাসক (ডিসি) হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় যোগদান করেছিলেন নিজাম উদ্দিন। ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া নতুন জেলা হিসেবে স্বীকৃত পাওয়ার প্রায় ৩ যুগ পরে একজন নারী হিসেবে শারমিন আক্তার জাহান ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন।
শারমিন আক্তার জাহান বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ২৫ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি নড়াইল জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড করে প্রশংসিত হয়েছেন।
এ ব্যাপারে সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আবদুন নূর বলেন, জেলা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া স্বীকৃত পাওয়ার পর মিজ্ শারমিন আক্তার জাহানই হলেন প্রথম নারী জেলা প্রশাসক। আমরা আশা করি তিনি জনগণের কাঙ্খিত সেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেয়া প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের মোট ১৪টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। এর আগে, শনিবার রাতে আরো ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় সরকার।
আপনার মতামত লিখুন : :