• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

আগে উন্নয়ন বরাদ্দ সুষ্ঠু বণ্টন হতো না, এখন হয়: বিভাগীয় কমিশনার


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০২৫, ০৩:৪৫ পিএম আগে উন্নয়ন বরাদ্দ সুষ্ঠু বণ্টন হতো না, এখন হয়: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, বিগত সময়ে সরকারের উন্নয়ন বরাদ্দ সুষ্ঠুভাবে বণ্টন হতো না। সবকিছু ছিল অস্পষ্ট। কিন্তু এখন প্রতিটি সরকারি বরাদ্দ স্বচ্ছতার সঙ্গে বণ্টন হচ্ছে। এটি আমাদের জন্য একটি পজেটিভ বার্তা। 
বুধবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা হলরুমে শিক্ষা প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বিভাগীয় কমিশনার সরকারের উন্নয়ন বরাদ্দ সুষ্ঠু বণ্টনের জন্য উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। 
এর আগে অনুষ্ঠানের সূচনা বক্তব্যে উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন বরাদ্দ চাহিদার চেয়েও অনেক অপ্রতুল। বিগত এক যুগের অধিক সময় ধরে এই বরাদ্দের কোনো পার্থক্য হচ্ছে না। আশা করছি বতর্মান প্রশাসন এই বরাদ্দ বাড়ানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। 
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিম উদ্দিন বলেন, বিগত সময়ে সরকারের উন্নয়ন বরাদ্দ বণ্টনে প্রবল বাঁধা ছিল। চাইলেও সুষ্ঠু বণ্টন করা যেত না। তবে এখন থেকে প্রতিটি উন্নয়ন বরাদ্দের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা হবে। 
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামের প্রিন্সের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। 
ইউএনও মো. আরিফুল ইসলামের প্রিন্স বলেন, এডিপির অর্থায়নে সংশ্লিষ্ট সকল নীতিমালা মেনে এই বরাদ্দ সুষ্ঠু বণ্টন করা হয়েছে। আমরা চাই সরকারি অর্থের সৎ ব্যবহার। 
প্রসঙ্গত, চলতি অর্থ বছরে উপজেলার ৪০টি মাধ্যমিক এবং ৮টি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতি ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া পৃথক আয়োজনের মধ্যদিয়ে উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।