• ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

৩ গোলের ম্যাচ জিতে বার্সেলোনার শুভসূচনা


বাঞ্ছারামপুর বার্তা | ক্রীড়া ডেস্ক আগস্ট ১৭, ২০২৫, ০৯:১৩ এএম ৩ গোলের ম্যাচ জিতে বার্সেলোনার শুভসূচনা

নিজেদের তারকা ফুটবলারদের গোলে ২০২৫-২৬ মৌসুমে শুভসূচনা করেছে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই লাল কার্ডে এমনিতেই বিপর্যস্ত ছিল মায়োর্কা। ৯ জনের দলটিকে আরও চেপে ধরে হ্যান্সি ফ্লিকের দল ৩-০ গোলের জয় আদায় করে নিলো। 
গতকাল (শনিবার) দিবাগত রাতে প্রতিপক্ষ মায়োর্কার মাঠে নেমে রীতিমতো দাপট দেখিয়েছে কাতালানরা। তাদের পক্ষে একটি করে গোল করেছেন রাফায়েল রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও ফেররান তোরেস। ৭২ শতাংশ বল দখলে রেখে পুরো ম্যাচে ২৪টি শট নেয় বার্সা। এর মধ্যে ৮টি তারা লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে মায়োর্কা মাত্র ৪ শটের মাঝে লক্ষ্যে রাখতে সক্ষম হয় একটি।
ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। গত মৌসুমে ১৮ গোল করা ব্রাজিলিয়ান তারকা এবার ক্লাবের প্রথম গোলটি করলেন ইয়ামালের ক্রসে ছুটে গিয়ে জোরালো হেডে জাল কাঁপিয়ে। ২০ মিনিটের পর মায়োর্কা গোলের সুযোগ হাতছাড়া করলেও লিড দ্বিগুণ করতে কার্পণ্য করেনি বার্সা। প্রতিপক্ষের বল ক্লিয়ার করতে না পারার ব্যর্থতায় ঠাণ্ডা মাথায় বলে জালে জড়িয়ে দেন তোরেস। আধাঘণ্টার পর থেকে প্রথমার্ধের শেষ পর্যন্ত চলেছে চরম উত্তেজনা। যার শুরুটা হয় রেফারির ওপর রাগ দেখিয়ে মায়োর্কা কোচের হলুদ কার্ড দেখার মাধ্যমে।
তবে স্বাগতিকরা প্রথম বড় ধাক্কাটি খায় ৩৩ মিনিটে। ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মনু মরনালেসকে মাঠ ছাড়তে হয়। ৩৯ মিনিটে এবার বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়ার মুখ বরাবর পা তুলে সরাসরি লাল কার্ড দেখেন মায়োর্কার ভেদাত মিউরিকি। যদিও প্রথমে সেটি হলুদ কার্ড ছিল, সিদ্ধান্ত পাল্টে যায় রেফারি ভিএআর দেখার পর। এরপর দুই দফায় ইয়ামালের আক্রমণ থেকে বাঁচে মায়োর্কা। প্রথমার্ধের আগমুহূর্তে রাফিনিয়ার বিরুদ্ধে লাল কার্ডের আবেদন ওঠে। বেপরোয়াভাবে ফাউল করে তিনি দেখেন হলুদ কার্ড।
দু’জন খেলোয়াড় কম থাকায় বিরতির পর বার্সার প্রবল চাপে পড়ে স্বাগতিকরা। ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও অবশ্য কাতালানরা কাজে লাগাতে পারেনি। ইয়ামাল–তোরেসদের সুযোগ মিসের পর দানি ওলমো–রাফিনিয়াদের প্রচেষ্টা ব্যর্থ হয় গোলপোস্ট কিংবা গোলরক্ষকের বাধায়। পরবর্তীতে বদলি নামলেও মার্কাস রাশফোর্ড ক্লাবের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে কার্যকর কিছু করতে পারেননি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বাঁ পায়ের বাঁকানো শটে ট্রেডমার্ক গোল পেলেন ইয়ামালও।

Side banner