• ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.
অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে ভুটানে আফিদা

বাহরাইনে পৌঁছেই অনুশীলনে মোরসালিনরা


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৫, ২০২৫, ০৩:২৪ পিএম বাহরাইনে পৌঁছেই অনুশীলনে মোরসালিনরা

বাংলাদেশ ফুটবল বেশ ব্যস্ত সময় পার করছে। আজ দুপুরে সাফ অ-১৭ টুর্নামেন্টের জন্য ভুটানের থিম্পুতে পৌঁছায় বাংলাদেশ দল। অ-১৭ দলের সঙ্গে একই ফ্লাইটে ভুটানে গেছেন বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার ও মিডফিল্ডার স্বপ্না রাণী। তারা ভুটানের রয়েল থিম্পু ক্লাবের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন। ঐ ক্লাবের হয়ে আরও খেলছেন তহুরা, রিপা ও শামসুন্নাহার। তারা ঘরোয়া লিগও খেলেছেন। 
গতকাল পুরুষ অ-২৩ দল বাহরাইন সময় বিকেলে পৌঁছে রাতে অনুশীলন নেমে যায়। বসুন্ধরা কিংসের তিন ফুটবলার মজিবুর রহমান জনি, মেহেদী হাসান শ্রাবণ ও রিমন হোসেন এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কাতারের দোহায় ছিলেন।
সেখান থেকে তারা বাহরাইনে অ-২৩ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। গতকাল প্রথম দিন অনুশীলনও করেছেন। ঢাকায় এএফসি ম্যাচ খেলা আবাহনীর ফুটবলার মোরসালিন, আল আমিন দলের সঙ্গেই ঢাকা থেকে বাহরাইন গেছেন।
অনূর্ধ্ব ২৩ দলের প্রস্তুতির বিদেশি যাত্রা প্রথম। তেমনি বাফুফে আরেকটি প্রথম ঘটনা ঘটিয়েছে। কোনো টুর্নামেন্ট বা ম্যাচ খেলতে দেশের বাইরে গেলে দলের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করত ফেডারেশন। বাহরাইনে যাওয়া দলের তালিকা এখনো গণমাধ্যমে দেয়নি বাফুফে। সিনিয়র জাতীয় দলের রিপোর্টিং ও ক্যাম্পের বিষয়েও লুকোচুরি। গত দুই দিনে জাতীয় দলের ক্যাম্পে কারা যোগদান করেছেন সেটাও জানায়নি এখনো।
সেপ্টেম্বরে এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাই ভিয়েতনামে। ঐ টুর্নামেন্ট সামনে রেখে বাফুফে অ-২৩ দলকে বিদেশে প্রস্তুতির জন্য পাঠিয়েছে। বাহরাইন সফরে বাহরাইন অ-২৩ দলের সঙ্গে ১৮ ও ২২ আগস্ট দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

Side banner