• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

রাণীনগরে ইউপি চেয়ারম্যান ওহাব চাঁন গ্রেপ্তার


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার ডিসেম্বর ২২, ২০২৫, ০১:৩৮ পিএম রাণীনগরে ইউপি চেয়ারম্যান ওহাব চাঁন গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে অপারেশন ‘ডেভিল হান্ট’ ফেজ-টু অভিযানে ৬ নম্বর কালীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব চাঁনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে কালীগ্রামের খানপুকুর এলাকা থেকে বিস্ফোরক সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার উপজেলার রাতোয়াল গ্রামের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক ও কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তিনি প্রয়াত গিয়াস উদ্দিন প্রামাণিকের ছেলে।
রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ জানান, চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলার সন্দেহভাজন। গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকেলে গ্রেপ্তারকে আদালতে পাঠানো হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালানো হবে।

Side banner