• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.
স্ত্রীও অভিযুক্ত

সালথা উপজেলার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার অক্টোবর ১২, ২০২৫, ০৭:০৯ পিএম সালথা উপজেলার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর ও তার স্ত্রী রুমা আক্তারের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পৃথক এ মামলা দুটি  দায়ের করেন।
ওয়াদুদ মাতুব্বর ২০১৮ ও ২০২৪ সালে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন।
মামলার এজাহারে বলা হয়েছে, সালথার গট্টি ইউনিয়নের কাকিয়ার গট্টি গ্রামের বাসিন্দা ওয়াদুদ মাতুব্বর তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৫৮ লাখ ৮৭ হাজার ৬৪৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ২০ লাখ টাকার মিথ্যা ঋণের তথ্য দিয়েছেন। 
এছাড়া অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়বহির্ভূতভাবে ৫৫ লাখ ২৯ হাজার ৪৬৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
ওয়াদুদের স্ত্রী রুমা আক্তারের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগে মামলা হয়েছে। তিনি দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ৭৪ লাখ ৪১ হাজার ৮৯৮ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং অবৈধভাবে আরও এক কোটি ১১ লাখ ৮২ হাজার ১৩৭ টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
দুদকের ফরিদপুরের সহকারী পরিদর্শক মো. শামীম বলেন, ওয়াদুদ মাতুব্বর ও তার স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় মামলাগুলো দায়ের করা হয়েছে।
তিনি জানান, দুদকের সহকারী পরিচালক সর্দার আবুল বাসার মামলাগুলোর তদন্ত করবেন এবং তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করবেন।
ওয়াদুদ মাতুব্বর ও তার স্ত্রীর মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

Side banner