• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

কুলাউড়ায় উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক কামরুল গ্রেপ্তার


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ২৫, ২০২৫, ০২:১৬ পিএম কুলাউড়ায় উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক কামরুল গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১টার দিকে পৌরসভাস্থ আলালপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় থানায় দায়েরকৃত মামলার আসামি ছিলেন আওয়ামী লীগ নেতা কামরুল। বৃহস্পতিবার রাত ১টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের একটি বিশেষ দল আলালপুরস্থ কামরুলের নিজ বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সূত্র জানায়, অভিযানে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার ও ডিবির ওসি আবু জাফর মোহাম্মদ কবিরসহ পুলিশের কয়েকটি টিম অংশ নেয়।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার শুক্রবার সকালে বলেন, দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর চলা অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে এজাহারনামীয় আসামি আওয়ামী লীগ নেতা কামরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কামরুল ইসলাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার বাবা মরহুম আব্দুল জব্বার ছিলেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক এমপি। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর ছোট ভাই।

Side banner