• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.
ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর)

মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এনসিপির মাইনুদ্দিন


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার নভেম্বর ১৩, ২০২৫, ১০:৩৭ পিএম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এনসিপির মাইনুদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাঞ্ছারামপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মাইনুদ্দিন। 
এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছ থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মাইনুদ্দিন। এর কয়েকদিন আগে থেকেই তার মনোয়ন ফরম সংগ্রহের বিষয়ে গুঞ্জন চলছিল। 
এনসিপির কেন্দ্রীয় সূত্রে জানা যায়, মাইনুদ্দিন ছাড়াও এই আসনে এনসিপির আরও বেশ কয়েকজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে একজন আমেরিকা প্রবাসীও রয়েছেন। 
দল থেকে যাচাই বাছাই শেষে যোগ্যতম প্রার্থীকেই মনোনীত করা হবে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কেন্দ্রীয় নেতারা। 
মনোনীত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন মাইনুদ্দিনও। তিনি বলেন, দলের জন্য নিজেকে নিয়োজিত করেছি। দল যদি আমাকে মূল্যায়ন করে, যোগ্য বিবেচিত করে মনোনয়ন দেয় তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করবো এই আসনটি এনসিপিকে দিতে। জনগণ আমার সাথে রয়েছে বলেও বিশ্বাস করি।

Side banner